January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 17th, 2023, 7:48 pm

শিরোপা লড়াইয়ে টিকে থাকল আল নাসর

অনলাইন ডেস্ক :

শেষ পর্যায়ে এসে সৌদি প্রো লিগে জমে উঠেছে শিরোপা লড়াই। আল-ইত্তিহাদের পয়েন্ট হারানোর রাতে জয়ে ফেরা ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর কমিয়েছে ব্যবধান। সৌদি আরবের শীর্ষ লিগের ম্যাচে গত সোমবার আল-তাইয়ের বিপক্ষে ২-০ গোলে জেতে আল নাসর। সফল স্পট কিকে রোনালদো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করনে আন্দেরসন তালিসকা। দিনের অন্য ম্যাচে আল-হিলালের সঙ্গে ২-২ গোলে ড্র করে শীর্ষে থাকা আল-ইত্তিহাদ।

২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ৬০ পয়েন্ট আল নাসরের। লিগের ম্যাচ বাকি আছে আর তিনটি। শেষ পর্যন্ত যদি দুই দলের পয়েন্ট সমান হয়, সেক্ষেত্রে হেড-টু-হেডে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে আল-ইত্তিহাদ। আল-তাইয়ের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। লিগে ১৪ ম্যাচে এটি পর্তুগিজ মহাতারকার ১৩তম গোল। ৮০তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা। আল নাসরের পরবর্তী লিগ ম্যাচ আগামী মঙ্গলবার, আল শাবাবের বিপক্ষে।