January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 2nd, 2023, 8:01 pm

শিল্পকলায় শোকাবহ আগস্টে মাসব্যাপী অনুষ্ঠানমালা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শোকাবহ আগস্টে ‘শোক থেকে শক্তির অভ্যুদয় স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে মাসব্যাপী অনুষ্ঠানমালায় যা যা থাকছে- বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী এবং মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন : জাতীয় চিত্রশালা মিলনায়তন ও চিত্রশালা গ্যালারি-১, ১ আগস্ট-৩১ আগস্ট ২০২৩।

৫ আগস্ট- অনুষ্ঠান : ‘শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি’, উৎসর্গ : শহীদ ক্যাপ্টেন শেখ কামাল।
অনুষ্ঠিত হবে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।

৬ আগস্ট – বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা এবং শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি : রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু।
অনুষ্ঠিত হবে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।

৭ আগস্ট- বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী, অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে।

১৮ আগস্ট- ‘শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি’ উৎসর্গ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে।

১৫ আগস্ট- জাতীয় শোক দিবস পালন এবং বঙ্গবন্ধুর ওপর রচিত গ্রন্থের পাঠ পর্যালোচনা বিষয়ক বক্তৃতা। স্থান – জাতীয় নাট্যশালা মিলনায়তন।
– বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ- ধানম-ি ৩২
– বঙ্গবন্ধুকে অবলম্বন করে শিশুদের অংশগ্রহণে আর্টক্যাম্প, অনুষ্ঠিত হবে জাতীয় চিত্রশালা প্লাজায়

১৮ আগস্ট- বরেণ্য চারুশিল্পীদের অংশগ্রহণে আর্টক্যাম্প। অনুষ্ঠিত হবে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জে।

২১ আগস্ট- ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা : স্থাপনাশিল্প প্রদর্শনী, অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে।

২৯ আগস্ট- ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
৩১ আগস্ট – আগস্টের মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী, অনুষ্ঠিত হবে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।