January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 17th, 2023, 7:46 pm

শিল্পকলা একাডেমির মঞ্চে আসছে ‘রিমান্ড’

অনলাইন ডেস্ক :

ঢাকার মঞ্চে আবারও মঞ্চস্থ হবে মঞ্চ নাটক ‘রিমান্ড’। শুভাশিস সিনহার নির্দেশনায় নাটকটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর। আর চার মাস পর আবারও মঞ্চে ফিরছে নাটকটি। আগামী রোববর ও সোমবার সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে রাজাধানীর শিল্পকলা একাডেমিতে। শুভাশিস সিনহা নাটকটির নির্দেশনার পাশাপাশি রচনাও করেছেন। এটি প্রযোজনা করছে রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’। লেখকের ভূামিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর। পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জ্যোতি সিনহাকে।

আরও অভিনয় করেছেন কামাল উদ্দীন কবির, সজীব হোসেন, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, শাকিল, শম্পা। ‘রিমান্ড’ নাটকের মূলে আছে একজন লেখকের ব্যক্তিগত দর্শন। যিনি নৈরাজ্যবাদী। নিজস্ব মতাদর্শ প্রচার, ব্যক্তিক আদর্শ কিংবা আধিপত্যের জন্য মায়াজাল বিস্তার করেন লেখায়। তরুণদের মধ্যে উসকে দেয় জীবনবিধ্বংসী নানা প্রবণতা। নানা অঘটনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দার জেরার সম্মুখীন হতে হয় তাকে। গোয়েন্দা কর্মকর্তার প্রশ্নাত্মক ধারায় ফুটে উঠতে থাকে লেখকের ভাবনাগুলো। নাট্যকার নৈরাজ্যবাদিতার এপিসটোলজিক্যাল স্বরূপসহ সাহিত্য-ইতিহাসের নানা উপাদান ব্যবহার করে তুলে এনেছেন লেখকের মনোদর্শন। গোয়েন্দা কমকর্তা চান প্রেম-ভালোবাসা, মানবতাবোধ।

যেখানে দৈহিক কামনা নয়; প্রেম-মমতাপূর্ণ সম্পর্কই জীবনকে পূর্ণতা দিতে পারে। নাটকটির চার মাস পর মঞ্চায়ন নিয়ে শুভাশিস সিনহা বলেন, ‘দীর্ঘদিন পর আবারও ঢাকার মঞ্চে রিমান্ড ফিরছে। মাঝখানে নূর ভাইয়ের কোমরের ব্যথাজনিত অসুস্থতার কারণে শো করা হয়ে ওঠেনি। নির্দেশক শুভাশিস সিনহা আরও বলেন, ‘নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ডকক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্যরকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।’ ‘রিমান্ড’ নাটটির মঞ্চ পরিকল্পনা করছেন কামাল উদ্দীন কবির। আলো পরিকল্পনা করছেন সুদীপ চক্রবর্তী। পোশাক পরিকল্পনায় আইরিন পারভিন লোপা, দ্রব্যসামগ্রী পরিকল্পনায় আছেন শাহনাজ জাহান।