নিজস্ব প্রতিবেদক
চলছে ছোটপর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচন। শনিবার সকাল ৯টা থেকেই বেশ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। শিল্পী সংঘে মোট ভোটার সংখ্যা ৬৯৭ জন। দুপুর ১টায় বিরতি শুরুর আগ পর্যন্ত পর্যন্ত ২২০ জনেরও বেশি শিল্পী তাদের ভোট প্রদান করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা খায়রুল আলম সবুজ।
এদিন সকাল থেকেই ভোট দিতে আসেন নানা বয়সের শিল্পীরা। দেখা গেছে আফজাল হোসেন, জাহিদ হাসানদের মতো তারকাদেরও। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। তার মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত চলবে বিরতি।
আফজাল হোসেন বলেন, ‘এই নির্বাচনটা কেবল নেতৃত্ব সন্ধানের নয়, আমাদের একটি মিলনমেলাও। ভালো লাগে আসতে। সবার সঙ্গে দেখা হয়। যারা নির্বাচনে লড়ছেন সবাই আমাদের পরিবারের সদস্য। যারাই দায়িত্ব পাবেন তারা যেন সংগঠনটাকে শিল্পীবান্ধব হিসেবে যথাযোগ্যভাবে পরিচালনা করেন সেই প্রত্যাশা রইলো।’
জাহিদ হাসানও জানান উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসে তিনি আনন্দিত। অনেক মুখ তিনি ভুলতে বসেছিলেন, তাদের দেখা পেয়েছেন। আড্ডা হয়েছে।
সভাপতি প্রার্থী গুণি অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘নিজেদের মধ্যে ভোটাভুটি, এখানে আনন্দটাই মূল। একটা নেতৃত্ব আসবে, সংগঠনটা যেন ভালো চলে। শিল্পীদের কল্যাণ করার প্রচেষ্টার ধারাবাহিকতা যেন বজায় থাকে সে আশা নিয়েই সবাই ভোট দিচ্ছেন। আমি আশাবাদী ভালো ফল আসবে। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট প্রদান। অনেক ভোট এখনো বাকি। দেখা যাক, কি হয়।’
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৪০ জন প্রার্থী। তাদের মধ্যে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ।
এবার সভাপতি পদে লড়ছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানা। সহ সভাপতি প্রার্থী ছয়জন। তারা হলেন আশরাফ টুলু, মো.ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম, শামস সুমন।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন অভিনেতা শাহেদ শরীফ খান এবং অভিনেতা রাশেদ মামুন অপু।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ।
অনুষ্ঠান সম্পাদক পদে লড়ছেন এম এ সালাম সুমন, সান্ত্বনা সাদিকা, শাহরিয়ার ফেরদৌস সজীব। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুবর্ণা মজুমদার, সুচন্দা সিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুকুল সিরাজ ও প্রিন্স রনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী তিনজন। তারা হলেন আর এ রাহুল, নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল। কার্যনির্বাহী পরিষদের ৭টি সদস্য পদের জন্য প্রার্থী হয়েছেন ১১ জন।
২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে সঙ্গে থাকছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এছাড়া আপিল বোর্ডে থাকবেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।
প্রসঙ্গত, অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন রওনক হাসান। তারা এবার নির্বাচনে লড়ছেন না।
আরও পড়ুন
ইনস্টাগ্রাম স্টোরি হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে
হাসিনা আরেকটু সময় পেলেই বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করে ফেলতো- শামসুজ্জামান দুদু
হজের জন্য জমানো টাকা অন্য কাজে খরচ করলে গুনাহ হবে?