January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 21st, 2022, 7:39 pm

শিল্পীদের স্বার্থে যা কিছু ভালো তা নিয়েই আমরা এগোচ্ছি: সাইমন সাদিক

ঢাকাই সিনেমার বিভিন্ন সংকটের মধ্যেও যে কজন চিত্রনায়ক হাল ধরেছেন, তাদের একজন সাইমন সাদিক। সারাবছর একাধিক সিনেমার শুটিং নিয়ে যেমন চলে তার ব্যস্ততা, তেমনি শিল্পী সমিতির হয়ে বিভিন্ন কার্যক্রমে তার প্রয়াস প্রশংসনীয়। সংগঠনটির এবারের নির্বাচনে ‘সহ-সাধারণ সম্পাদক’ পদে জয় সেটি আবারও প্রমাণ করে।

শিল্পী সমিতি নিয়ে সাইমন সাদিক বলেন, ‘আমাদের কার্যক্রম চলছে। সাধারণ সম্পাদকের দায়িত্ব নিপুণ আপু পালন করছেন। শিল্পীদের স্বার্থে যা কিছু ভালো হয় সেগুলো নিয়েই আমরা এগোচ্ছি। এই সংগঠনের সঙ্গে জড়ানোর অন্যতম কারণ সবার যেন পাশে থাকতে পারি, এক হয়ে শিল্পীদের জন্য কিছু করতে পারি। সেই চেষ্টা সবসময় ছিল, এখনও আছে।’

শিল্পী সমিতির নানা জটিলতা শেষে আবারও শুটিং নিয়ে ব্যস্ত সাইমন। সম্প্রতি শেষ করলেন ‘মায়া’র কাজ।এতে তার বিপরীতে রয়েছে শবনম বুবলি।

‘মায়া’ প্রসঙ্গে সাইমন ইউএনবিকে বলেন, ‘আসলে কাজটির প্রস্তাব যখন পাই, তখন আগ্রহ তৈরি হয়েছিল বলেই কাজটি করা। তাই গল্পের পছন্দের বিষয়টি তো রয়েছেই। এছাড়া মাল্টি কাস্টিং-এর একটি সিনেমা। যেটি সবসময় বাজেটের কারণে নির্মাণ হয় না। সেই জায়গা থেকে নতুন একটি চ্যালেঞ্জ। পর্দায় এখন দর্শক গল্পের ভিন্নতা দেখতে বেশি আগ্রহী, সেই জায়গা থেকে নিরাশ হবেন না আশা করি।’

সাইমনের পরবর্তী ব্যস্ততা ‘হাহাকার’ সিনেমার শুটিং নিয়ে।সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এই প্রসঙ্গে নায়ক বলেন, ‘মানিক ভাইয়ের সিনেমা আমার ক্যারিয়ারের অন্যতম অংশ। যার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এছাড়া সে আমাকে বোঝেন। এতে কাজটাও সহজ হয়ে যায়।’

একদিকে সাইমনের হাতে যেমন রয়েছে অনেক সিনেমার কাজ। অন্যদিকে মুক্তির অপেক্ষায় থাকার সিনেমার সংখ্যাও কম নয়। সেগুলো হলো ‘আনন্দ অশ্রু’, ‘নদীর বুকে চাঁদ’,‘নরসুন্দরী’, ‘গ্যাংস্টার’, ‘বাহাদুরী’, ‘দ্বায়মুক্তি’ ও ‘লাইভ’।

—ইউএনবি