January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 25th, 2024, 6:59 pm

শিল্পী সংঘের ফান্ডে ১০ লাখ টাকা দিলেন চার তারকা

অনলাইন ডেস্ক :

একটি জাতীয় ইভেন্ট থেকে প্রাপ্ত পারিশ্রমিক দশ লাখ টাকা সংগঠনের কল্যাণের স্বার্থে অভিনয়শিল্পী সংঘের ফান্ডে প্রদান করেছেন চার অভিনয়শিল্পী। তারা হলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম এবং আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর। প্রত্যেকে তাদের আড়াই লাখ টাকা করে পারিশ্রমিক ফান্ডে জমা করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে তাদের ধন্যবাদ জানানো হয়। ১০ লাখ টাকা প্রদান প্রসঙ্গে অভিনেতা সাজু খাদেম বলেন, ২৮ ডিসেম্বর আমরা ‘তোমার চোখে বাংলাদেশ’ নামক একটি ইভেন্ট করেছিলাম। সেখান থেকে পাওয়া পারিশ্রমিক আমরা অভিনয়শিল্পী সংঘের ফান্ডে জমা করেছি।

ফান্ড প্রসঙ্গে সাজু খাদেম বলেন, ‘আমাদের শিল্পীদের কল্যাণ ও সার্বিক সহযোগিতার জন্যই এই ফান্ড করা। আমাদের অ্যাক্টরস ইকুইটির ফান্ড যেন আরো সমৃদ্ধ হয়, সে কারণেই ফান্ডে টাকাটা জমা করা। আমরা চাই আমাদের ফান্ড সমৃদ্ধ থাকুক।’ এ প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘আমরা ফান্ড গঠন করার লক্ষ্যে এটা করেছি। সামনে অনেক পরিকল্পনা আছে। এগুলো বাস্তবায়ন করবো।’ দেশের অভিনয় শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয়শিল্পী সংঘ। গত দুইবারের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন রওনক হাসান। চলচ্চিত্রের রিয়াজ-পূর্ণিমাসহ অনেকেই অভিনয়শিল্পী সংঘের সদস্য