January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 8th, 2022, 12:49 pm

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সায়মন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আইনি জলিতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করবেন সায়মন সাদিক।

এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে দীর্ঘ নাটকীয় ঘটনার পর জায়েদ খান সম্প্রতি শপথ গ্রহণ করেন। কিন্তু জায়েদ খানকে বৈধতা দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারের জন্যেও দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করা হয়েছে।

আপাতত সাধারণ সম্পাদক পদে কেউ বসতে পারবেন না বলে জানা যায়। বিষয়টি নিয়ে (৭ মার্চ) এফডিসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

তিনি জানান, সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার কারণে এর কার্যক্রম চালাবেন সহ-সাধারণ সম্পাদক সায়মন সাদিক।

নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘একটি পদের জন্য আমাদের সকল কাজ তো বন্ধ থাকতে পারে না। দলের একজন না থাকলে কার্যক্রম বন্ধ থাকবে না। আপাতত এই পদের কাজগুলো সহ-সম্পাদক সায়মন সাদিক করবেন। সংবিধান অনুযায়ী সায়মনকে দায়িত্ব দেয়া হয়েছে।’

সভাপতির এই ঘোষণার সঙ্গে একমত সংগঠনের অন্যান্যরাও।

সায়মন সাদিক বলেন, ‘অনেক বড় একটি দায়িত্ব এটি। তবে এখনও দায়িত্ব পাইনি। সময় হলেই এ নিয়ে কথা বলব।’

—ইউএনবি