January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 14th, 2024, 9:20 pm

শিশিরের কারণে বড় রান করতে পারেনি শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের কাছে ৬ উইকেটে হেরেছে লঙ্কানরা। ভালো শুরুর পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কাকে। এমন হারের পর ম্যাচ শেষে হতাশা ঝরেছে লঙ্কান অলরাউন্ডার জানিথ লিয়ানাগের কণ্ঠে। হারের জন্য মাঠের শিশিরকে দায়ী করেছেন এই লঙ্কান অলরাউন্ডার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে লিয়ানাগে বলেন, ‘আমরা একটা ভালো শুরু পেয়েছিলাম। আমাদের ওপেনাররা দারুণ খেলেছে। কিন্তু তারা (বাংলাদেশ) এরপর দ্রুত তিন উইকেট তুলে নিয়েছে। আমাদেরকে ইনিংস পুনর্গঠন করতে হয়েছে। আমরা যেমন শুরু পেয়েছিলাম তাতে ৩০০ রান করতে পারতাম। এটা নিয়ে আমরা কিছুটা হতাশ ছিলাম।’

লিয়ানাগের ভাষ্যে শিশিরের কারণে বড় রান হয়নি। তিনি আরও বলেন, ‘আমাদের বোলাররা অনেক চেষ্টা করেছে। তারা ভালো লাইন-লেংন্থে বল করেছে কিন্তু শিশিরের কারণে এটা আমাদের জন্য কঠিন ছিল। বেশি কিছু করারও ছিল না। ব্যাটিংয়ের দিক থেকে বলব, এ ধরনের উইকেটে আমরা ভালো শুরু করে ৩০০ থেকে ৩২০ রান করতে চেয়েছিলাম।’ লিয়ানাগে বলেন, ‘যখন শিশির পড়তে শুরু করল বোলারদের জন্য বল গ্রিপ করা বেশ কঠিন ছিল। সে সময় বল করা কঠিন ছিল। কিন্তু বাংলাদেশ টিমকে কৃতিত্ব দিতে হবে তারা যেভাবে ব্যাট করেছে। শান্ত অসাধারণ খেলেছে এবং মুশফিক ভাইও দারুণ খেলেছে। যখন আমি খেলতে গিয়েছিলাম আমি কিছু পরিকল্পিত ঝুঁকি নিয়েছিলাম কারণ ওই শটগুলো আমি ভালো খেলি। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলেছি।’