December 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 20th, 2025, 7:25 pm

শিশুদের নৈতিক চরিত্র গঠনে অভিবাবক ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম নাটোরে পুলিশ সুপার তারিকুল ইসলাম

নাটোর প্রতিনিধি

নাটোর শহরতলি পুলিশ লাইনস স্কুল ও কলেজের আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের ২০২৫ এর  বার্ষিক বর্ণাঢ্য ক্লাস সমাপনী অনুষ্ঠান।

বৃহস্প্রতিবার  সকাল ১০দিকে শহরে বড় হরিশপুর অবস্থিত বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলার পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মাদ তারিকুল ইসলাম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শোভন কুমার গোস্বামীর সভাপত্বিতে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফত্তে খায়ের আলম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সম্মানিত অতিথিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য, পরিবেশনায় দর্শক-শ্রোতাদের অভিভূত করে তোলে।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সুপ্ত প্রতিভার বিকাশ এবং সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের আবৃতি, একক ও দলীও সংগীত, নাটক এবং অভিনয় পরিবেশনার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।

প্রধান অতিথি তারিকুল ইসলাম বিদ্যালয়টির  কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, “ শুধু একাডেমিক শিক্ষায় নয়, পড়া-লেখার পাশা-পাশি অভিনয়, আবৃতি, সংগীত দরকার রয়েছে। এছারা শিশুদের নৈতিক চরিত্র গঠনে অভিবাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে।

এর আগে জাতীয় সংগীত  পরিবেশন ও জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।  বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ বিপুলসংখ্যক মানুষ এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষাংশে কেক কেটে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।