August 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 3rd, 2025, 9:07 pm

শিশুদের প্রিয়‘ইনটেলিজেন্স বই’ এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে

শিশুদের প্রিয়‘ইনটেলিজেন্স বই’ এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে শিশু শিক্ষা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রযুক্তির এই যুগে শিশুদের মানসিক বিকাশে শুধু বই পড়া নয়, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার চর্চাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক এই চিন্তা থেকেই বাজারে এসেছে এক নতুন ধরনের বই। ‘ইনটেলিজেন্স বুক’, যা ইতোমধ্যেই শিশুদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।এই বইটি শুধুমাত্র একটি সাধারণ গল্প বা ছবি সংকলন নয়, বরং এটি একাধারে বুদ্ধিমত্তা, যুক্তিবোধ, মনোযোগ ও স্মৃতিশক্তি বিকাশে সহায়ক একটি পূর্ণাঙ্গ শেখার সহচর। এতে রয়েছে বিভিন্ন ধরণের শিক্ষা যেমন বর্ণমালা শিক্ষা, ইংরেজি অক্ষর, গনিত শিক্ষা, রেকডিং করে শোনার পদ্ধতি, পাজল, প্রশ্ন করা, রঙ চেনার খেলা, শব্দ গঠন, চিত্র বিশ্লেষণ, ছন্দ মিল, এবং আরও নানা আকর্ষণীয় বিষয়, যা শিশুকে আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ করে দেয়। ইনটেলিজেন্স বুক-এর মূল লক্ষ্য হলো শিশুর মস্তিষ্ককে চিন্তাশীল করে তোলা এবং শেখার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করা। এতে করে তারা নিজেরাই সমাধান খুঁজে নিতে শেখে, ভুল থেকে শিখে উঠে দাঁড়াতে জানে। শিশু মনোবিজ্ঞানীদের মতে, ৩ থেকে ৮ বছর বয়স শিশুদের মস্তিষ্ক গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে যদি সঠিক ধরনের বই ও শেখার উপকরণ তাদের হাতে তুলে দেওয়া যায়, তাহলে তারা ভবিষ্যতে হবে আত্মবিশ্বাসী ও সমস্যা সমাধানে দক্ষ। এই দিকটি মাথায় রেখেই “ইনটেলিজেন্স বুক” তৈরি করা হয়েছে।
শিক্ষা যদি হয় আনন্দের, তবে তা শিশুর মনে গভীরভাবে প্রভাব ফেলে। “ইনটেলিজেন্স বুক” তারই এক অনন্য উদাহরণ। প্রতিটি শিশুর হাতে যদি এমন একটি বই তুলে দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই তারা হয়ে উঠবে আরও বুদ্ধিদীপ্ত, আত্মবিশ্বাসী ও সৃজনশীল। এটি শুধু একটি বই নয়, বরং একটি সুন্দর ভবিষ্যতের বীজবপন। আর এই বইটি প্যাকেজ আকারে ৭টি উপহারসহ পাওয়া যাচ্ছে ইসলামিক বণিক.কমে। মাত্র ১১৫০/- টাকায় ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে ওয়েবসাইটি,এছাড়া দিচ্ছে ৬ (ছয়) মাসের ওয়ারেন্টি। বই টি সংগ্রহ করতে হোয়াটস এ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন http://01719301827 ওয়েব সাইটে অর্ডার করতে লিংকে প্রবেশ করতে পারেন। https://islamicbonik.com/product/intelligence-book/ ৭টি উপহার: চার্জার ক্যাবল, মার্কার কলম, রাইটিং ট্যাব, শিশুদের ব্রাশ, কটনবার্ড,একটি ঘড়ি, একটি চশমা
বই হাতে পেয়েই টাকা পরিশোধ করার সুযোগ দিয়ে থাকে http://www.islamicbonik.com