January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 19th, 2022, 7:30 pm

শিশুর বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

নয় বছর বয়েসী এক শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন টিভি ও বলিউড অভিনেত্রী সিমরান সাচদেবার। মুম্বাইয়ের গোরেগাঁও’র বানারাই থানায় মামলাটি দায়ের করেছেন এই অভিনেত্রী। মিড-ডে এ খবর প্রকাশ করেছে। গত ২৭ মার্চ সন্ধ্যায় সিমরানের ৬২ বছর বয়েসী মা হাঁটতে বেরিয়েছিলেন; তখন শিশুটি সাইকেল চালানোর সময়ে বৃদ্ধার সঙ্গে ধাক্কা লাগে, এতে রাস্তায় পড়ে যান সিমরানের মা। সিমরান তার অভিযোগপত্রে জানিয়েছেনÑতার মায়ের পশ্চাৎদেশে হাড় সরে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে। শিশুর বিরুদ্ধে মামলা করার কারণ ব্যাখ্যা করে সিমরান বলেনÑ‘আমি ছেলেটির নামে অভিযোগ জানাতে চাইনি। তার বাবা-মায়ের বিরুদ্ধেই আমার অভিযোগ ছিল। ছেলেটির মা কেবল আমাকে একটা মেসেজ পাঠিয়ে ক্ষমা চান। এরপর আমি যখন জানতে চাই, বৃদ্ধ-বৃদ্ধারা যেখানে হাঁটাচলা করেন, সেখানে বাচ্চাকে সাইকেল চালাতে পাঠিয়েছেন কেন, মহিলা আর কোনো উত্তর দেননি। তাই মামলা দায়ের করেছি।’ গত দেড় মাস ধরে শয্যাশায়ী সিমরানের মা। কিন্তু শিশুটির বাবা-মা একবারের জন্যও সিমরানের মায়ের শারীরিক পরিস্থিতির কথা জানতে চাননি। মূলত তার পরই সিমরান পুলিশের কাছে যান। শুধু তাই নয়, মায়ের চিকিৎসার জন্য তাদের কাছে পাঁচ লাখ রুপি দাবি করেছেন বলেও জানান সিমরান। এদিকে শিশুটির পরিবার শিশু কল্যাণ কমিটির (সিডব্লিউসি) দ্বারস্থ হয়েছেন। সংগঠনটি পুলিশকে জানিয়েছে, দুর্ঘটনার জন্য একজন শিশুর বিরুদ্ধে মামলা নিতে পারে না পুলিশ। অন্যদিকে পুলিশ জানিয়েছে, কাউকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়া হয়নি। এটি কেবলই দুর্ঘটনা। তাই খুব তাড়াতাড়ি এই মামলা বন্ধ করে দেওয়া হবে।