রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মৃত্যু হওয়া দুই বছরের শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়।
সকাল থেকেই জানাজায় অংশ নিতে গ্রামের বয়স্ক, যুবক, নারী-শিশুসহ হাজারো মানুষের ঢল নামে। শেষবারের মতো সাজিদকে দেখতে এসে চোখের জল ধরে রাখতে পারেননি কেউই। জানাজার ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে হাজারো মানুষ হাত তুলে এই শিশুর মাগফিরাত কামনা করেন।
গ্রামবাসীরা জানান, একটি শিশুর জানাজায় পুরো গ্রাম এমনভাবে এক হয়েছিল— যা আগে দেখা যায়নি। সবার একটি প্রার্থনা— এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কোনো পরিবারের জীবনে না আসে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ৩২ ঘণ্টার টানা প্রচেষ্টার পর প্রায় ৪৫ ফুট গভীর থেকে সাজিদের নিথর দেহ উদ্ধার করেন। উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তার মরদেহ পাওয়া যায়।
এনএনবাংলা/

আরও পড়ুন
মেট্রোরেল বন্ধ রেখে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
আমদানির পরও কমেনি পেঁয়াজের ঝাঁজ, সয়াবিন তেলের দামও বেড়েছে
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই: প্রেস সচিব