মাগুরার মহম্মদপুরে শিয়ালের কামড়ে দুই দিনে ছয় জন আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষিণভাবে আহত সবার পরিচয় পাওয়া যায়নি।
সম্প্রতি উপজেলার চরঝামা এবং আড়মাঝি গ্রামের এই ঘটনা ঘটে।
আহত দুজন হলেন- উপজেলার চরঝামা গ্রামের খোকন মিয়া (৫০) এবং আড়মাঝি গ্রামের ফরিদ মোল্যা (৬৫)।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সোমবার উপজেলার চরঝামা গ্রামের খোকন মিয়া এবং আড়মাঝি গ্রামের ফরিদ মোল্যা শিয়ালের কামড় খেয়ে চিকিৎসার জন্যে হাসপাতালে চিকিৎসকের স্মরণাপন্ন হন। এর আগে আরও চার জন শেয়ালে কামড় খেয়ে হাসপাতালে আসেন।
আহতরা জানিয়েছেন, খেতে কাজ করতে গেলে দলবেধে শিয়াল তাদের ওপর হামলা চালায়।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন জানান, শিয়ালের কামড়ে আহত প্রত্যেককে হাসপাতাল থেকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি