রংপুর ব্যূরো : কনকনে শীত, কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন। কেউ অট্টালিকায় আরামের ঘুমে বিভোর কেউ আবার রাস্তার পাশে, রেল স্টেশনে বা বাসস্ট্যান্ডে কোনো রকমে একটা গরম কাপড় নিয়ে রাত্রিযাপন করছে কেউ বা আবার গরম পোশাক না পেয়ে সারারাত আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এরেই মধ্যে শীতার্তদের পাশে এসে দাড়িয়েছেন রংপুর জেলা সমিতি ঢাকা।
সোমবার সকালে নগরীর সেনপাড়া জামে মসজিদের মাঠে কম্বল বিতরণ করেছেন রংপুর জেলা সমিতি, ঢাকা। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী।
এসময় রংপুর জেলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর রহমান, রশিদুল সুলতান মানিক, সেনপাড়া জামে মসজিদের সভাপতি হাজি আজগার আলী, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, জেলা বিএনপির সদস্য আবু হানিফ বোছা, তারেকুজ্জামান তারেক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী বলেন, আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই। এটা আমাদের মানবিক দায়িত্ব।
আরও পড়ুন
রূপসা নদীতে ১০ দলের অংশগ্রহণে হবে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ
সোনাগাজীতে পুলিশি নির্যাতনে নিহত যুবদল নেতার পরিবারকে ঘর দিচ্ছেন তারেক রহমান
পাবনায় পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনতাই ঘটনায় মামলা; আটক ১৬