রংপুর ব্যুরো : জামায়াতে ইসলামী রংপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এ সময় মাহবুবুর রহমান বেলাল বলেন, এই দেশে অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোন বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার নিশ্চিত করতে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সৎ, দুর্নীতি মুক্ত এবং জনগণের অধিকার আদায়ের সচেষ্ট একটি সরকার ব্যাবস্থা বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে।পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর সদর উপজেলা শাখা আমীর মাওলানা মোঃ মাজহারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন চন্দনপাঠ ইউনিয়নে আমীর মাওলানা শওকত হোসেন, মমিনপুর ইউনিয়ন আমির মোঃ রায়হান মিয়া, আলহাজ্ব শাহাজান মিয়া, মোঃ মশিউর রহমান, মোঃ শাহিন ইসলাম,মোঃ আসাদুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, মঃ হাবিবুর রহমান ।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ