রংপুর ব্যুরো : জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আয়োজনে মহানগরীর তাজহাট থানাধীন ১৫ ও ৩১ নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে নগরীর ১৫ নং ওয়াডস্থ আক্কেলপুর স্কুল এন্ড কলেজ মাঠে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এসময় বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওসার আলী, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে তাজহাট থানার আমির মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সেক্রেটারী রমজান আলী।
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ
৩ মিনিটেই যমুনা রেলসেতু পাড় হলো ট্রেন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত