ডামুড্যা (শরীয়তপুর ):
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে খেজুরের রস সংগ্রহের জন্য গাছ কাটার ধুম পড়েছে। ২৪ অক্টোবর সোমবার সরজমিনে ঘুরে দেখা যায়। খেজুর গাছ এই বছর খুবই কম কাটা হচ্ছে। কেননা অনেক খেজুর গাছ ইটের বাটার জন্য রাখা যাচ্ছে না। ইট পোড়ার জন্য বেশি দামে বিক্রি করে দেয় খেজুরের গাছ। খেজুর গাছের মালিক আলম বলে গাছের অনেক বয়স হয়ে গেলে গাছ দুর্বল হয়ে যায় । তখন গাছের মাথা ছোট হয়ে শুকাতে শুরু করে ।গাছটা মরে যায় আবার কি গাছ কাটার জন্য মানুষ ও পাওয়া যাচ্ছে না খেজুরের গাছের মালিকরা বলে যারা কাটতেন তাদের অনেকেই বয়স হয়ে গেছে ।এখন তারা আগের মত গাছে ওঠার সেই বল শক্তি আর নেই। উপজেলা ইসলামপুর ইউনিয়নের এরিকাঠি বটতলা গাছ কাটার শিউলি আব্দুল আজিজ জানান।এই বছর ১৫ থেকে ২০ টা খেজুর গাছ কাটেন এবং রস মাত্র ৭ থেকে ৮ হাড়ি রস হয়। বিক্রি করতে গেলে প্রতিহারির দাম হচ্ছে পাঁচশত থেকে ছয় শত টাকা। তাতে বিক্রি করতে গেলে তার লাভ হয় না। আব্দুল আজিজ আরো বলেন অনেকেরই বলেছি খেজুর গাছ কাটার জন্য কিন্তু কেউ রাজি নয়। তাই আমার গাছ আমি নিজেই কাটছি এবং বিভিন্ন জায়গায় ইটের বাটার হওয়ার কারণে ইট পোড়ার জন্য খেজুর গাছগুলি বিক্রি করে দিচ্ছে বেশি দাম পাওয়ায়। খেজুরের রসের ক্রেতারা বলেন যে আগে যেভাবে খেজুরের রস সস্তা খেয়েছি তা বর্তমানে এক হাড়ি রসের দাম ৬০০ টাকা যা সাধারণ মানুষ ক্রয় করার সাধ্যমত নয় এবং খেজুর গাছের সংখ্যা খুবই দিন দিন কমে যাচ্ছে। ভবিষ্যতে আমার মনে হয় আমাদের নাতিপোতারা খেজুরের রস চোখে দেখলেও খুব কম ।ধনী লোকেরা কিনে খেতে পারবে নির্মআয়ের মানুষ তাদের ভাগ্যে নাও ঝরতে পারে এই খেজুরের রস।

আরও পড়ুন
ঢাবির বিজয় একাত্তর হলে আগুন
ছাত্রদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম রিমান্ডে
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫ জন