December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 12th, 2024, 6:57 pm

শীতে বাইক চালালে যেসব সতর্কতা মানতে হবে

অনলাইন ডেস্ক:
শীতে বাইক চালানো কষ্ট তো বটেই, ঝুঁকিও আছে অনেক। ঘন কুয়াশায় বাইক চালানো বড় চ্যালেঞ্জ বটে। শীতের সময় বাইক চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন। সর্দি কাশিসহ বিভিন্ন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে মিলবে সমাধান।

ভোরে, বিকাল বা সন্ধ্যার পর বাইক নিয়ে বের হলে ভালোভাবে কান ও মাথা ঢেকে রাখতে হবে। শীতের ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে গরম পোশাক পরতে হবে।

বাইক চালানোর সময় হেলমেট পরার পাশাপাশি মাথায় হালকা টুপি পরে তার উপর হেলমেট পরুন। সঙ্গে শিশু থাকলে তার কান-মাথা ঢেকে রাখুন। গলায় হালকা স্কার্ফ জড়িয়ে নিলে ঠান্ডা এড়ানো সম্ভব।

শীতের সময় বাতাসে অনেক বেশি ধুলা, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া মিশে থাকে সেজন্য গরম পোশাক পরার পাশাপাশি দূষিত বাতাস নাক-মুখ দিয়ে ঢুকতে থাকলে ফুসফুসে সংক্রমণ হবে। তাই মাস্ক পরুন।

শীতে পানি পানের পরিমাণ কমে যায়। তাই এই সময় পানিশূন্যতার সমস্যা দেখা দেয় অনেকের। তাই বেশি করে পানি পান করুন। যদি খুব লম্বা ভ্রমণ হলে মাঝে মাঝে ফ্লাস্কে রাখা গরম পানি পান করলে ঠান্ডা লাগবে না।

এছাড়া ঘন কুয়াশায় বাইক চালানোর সময় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে রাখুন।