অনলাইন ডেস্ক :
ভারতের তামিলনাড়ুতে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মুকুটটি মাত্র তিন মাস ধরে রাখতে পেরেছে কমল হাসানের দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘বিক্রম’। মুক্তির মাত্র ১৪ দিনেই সেই মুকুট ছিনিয়ে নিল ‘পোন্নিয়ান সেলভান : ১’। মুক্তির চৌদ্দতম দিনে তামিলের দুই রেকর্ড আয়কারী সিনেমা ‘বাহুবলি-২’ ও ‘বিক্রম’ কে টপকে তামিলের সর্বকালের সেরার স্থান এখন মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’-এর দখলে। বৃহস্পতিবার পর্যন্ত ‘পোন্নিয়ান সেলভান’-এর বক্স অফিস আয় প্রায় ১৭৯ কোটি রুপি ছিল। এই প্রতিবেদন লেখার সময় সিনেমাটি তাঁর বক্স অফিস সাফল্য ধরে রেখে সর্বকালের তামিলের সবচেয়ে বড় উপার্জনকারী তামিল সিনেমা হয়ে উঠেছে। গতরাতে তামিল রাজ্যে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ১৮২ কোটি রুপি। গোটা ভারতে প্রায় ২৭৬ কোটি রুপি আয় করার পাশাপাশি শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী ৪২৪ কোটি রুপি তুলে নিয়েছে সিনেমাটি। সিনেমাটির জন্য এখন চ্যালেঞ্জ হিসেবে থাকছে তামিলনাড়ুতে ‘বাহুবলি-২’ এর ফুটফলকে অতিক্রম করার। তামিলনাড়ুতে ‘বাহুবলি-২’ এর ১.৫০ কোটির ফুটফল ছিল এতদিন পর্যন্ত সেরা। ‘বিক্রম’ ১.২২ কোটি পর্যন্ত ফুটফল করতে পেরেছে। ‘পোন্নিয়ান সেলভান’-এর গতকাল পর্যন্ত প্রায় ১.১৫ কোটি ফুটফল রয়েছে এবং সেই সঙ্গে শক্তিশালী দর্শক চাহিদা রয়েছে। এটি ‘বাহুবলি-২’ কে অতিক্রম করবে কিনা তা নির্ভর করছে এটির দীপাবলির ব্যবসার উপরে। দীপাবলিতে বক্স অফিস সাফল্য ধরে রাখলে এটি তামিলের সর্বকালের সেরা আয়কৃত সিনেমা হিসেবে নিজের সিংহাসন দীর্ঘস্থায়ী করবে বলে ধারনা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
‘পোন্নিয়ান সেলভান : ১’ সিনেমাটিতে ঐশ্বরিয়া, বিক্রম ও তৃষার সঙ্গে আরো রয়েছেন শরৎকুমার, পার্থিবন, নাসের, প্রকাশ রাজ, রহমান, বিক্রম প্রভু, ঐশ্বর্য লক্ষ্মী, জয়রাম এবং প্রভু। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। এর গল্প আবর্তিত হয়েছে চোল রাজবংশেকে ঘিরে। কিভাবে রাজা অরুণমোঝি বর্মণ রাজা চোজান হন, সেই গল্প নিয়েই নির্মিত সিনেমাটি।
তামিলনাড়ুর শীর্ষ পাঁচটি সর্বাধিক আয় করা চলচ্চিত্র হল:
পোন্নিয়ান সেলভান: পার্ট ১ – ১৮২ কোটি রুপি প্রায় (১৪ দিনে)
বিক্রম – ১৮০.৯০ কোটি রুপি
বাহুবলি : দ্য কনক্লুশান- ১৪৬.১০ কোটি
মাস্টার – ১৪২ কোটি রুপি
বিগিল – ১৪০ কোটি রুপি
সূত্র : পিঙ্ক ভিলা
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা