January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 13th, 2022, 7:48 pm

শীর্ষে ফিরলেন বুমরাহ

অনলাইন ডেস্ক :

দুর্দান্ত সব ডেলিভারিতে ক্যারিয়ার সেরা বোলিং করলেন জাসপ্রিত বুমরাহ। ইংলিশ ব্যাটিং লাইনআপ এলোমেলো করে দিয়ে দলকে জেতানোর পর র‌্যাঙ্কিংয়েও লাফ দিলেন তিনি। দুই বছরেরও বেশি সময় পর ফিরে পেলেন হারানো সিংহাসন। ট্রেন্ট বোল্টকে সরিয়ে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন ভারতীয় এই পেসার। ওভালে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন বুমরাহ। স্রেফ ১৯ রান দিয়ে নেন ৬ উইকেট। বুধবার আইসিসির ঘোষিত র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে পাঁচ ধাপ এগিয়ে উঠে বসেন চূড়ায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন বুমরাহ। এক নম্বরে মোট ৭৩০ দিন ছিলেন তিনি, ভারতের যেকোনো বোলারের চেয়ে বেশি। সব মিলিয়ে সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকায় বুমরাহ নবম। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা ভারতের দ্বিতীয় পেসার বুমরাহ। এর আগে একমাত্র কপিল দেব গড়তে পেরেছিলেন এই কীর্তি। স্পিনারদের মধ্যে মনিন্দর সিং, অনিল কুম্বলে ও রবীন্দ্র জাদেজা এক নম্বরে উঠেছিলেন। ওই ম্যাচে ৩ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়েছেন মোহাম্মদ শামি। সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গে যৌথভাবে ২৩তম স্থানে আছেন তিনি।