অনলাইন ডেস্ক :
করোনা মহামারির সময়ে লন্ডন প্রবাসী এক বাংলাদেশি আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হন। অসহায় মানুষের জন্য হেঁটে হেঁটে তহবিল সংগ্রহকারী সেই ব্যক্তির নাম দবিরুল ইসলাম চৌধুরী। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। তবে এই ফেরার পেছনে রয়েছে একটি বিশেষ উদ্দেশ্য, তা হলো, প্রেক্ষাগৃহে বসে ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি দেখা। যেটি মুক্তি পাচ্ছে আগামী ৭ অক্টোবর। সিনেমাটির মুক্তি উপলক্ষে চলছে প্রচারণা। যেটার অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানে সিনেমা সংশ্লিষ্টদের পাশাপাশি চমক হিসেবে উপস্থিত ছিলেন দবিরুল ইসলাম চৌধুরী। তিনি জানান, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটির গান ও ট্রেলার তার ছেলে তাকে দেখিয়েছে। দেখে মনে হয়েছে, এই সিনেমায় দেশের মাটির গন্ধ আছে। তাই সিদ্ধান্ত নেন, সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে বসে দেখবেন। সেজন্যই ছুটে আসা। জানা গেলো, শুক্রবার দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘যাও পাখি বলো তারে’। এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র। নির্মাণে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মোস্তাফিজুর রহমান মানিক।ত্রিকোণ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। তিনি বললেন, ‘যখনই আমি এই সিনেমা নিয়ে চিন্তা করি, তখনই আমার মজনুর কথা মনে পড়ে। সিনেমাটি নিয়ে আমি অনেক বেশি ইমোশনাল। সবাইকে আহ্বান জানাই, আপনারা প্রেক্ষাগৃহে এসে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেখবেন।’সিনেমায় লাভলীর ভূমিকায় দেখা যাবে মাহিয়া মাহিকে। এ নায়িকার অন্যতম সফল সিনেমা ‘পোড়ামন’। নিটোল প্রেমের গল্পে নির্মিত হয়েছিল সেটি। সেই স্মৃতি স্মরণ করে মাহি বলেন, “এই সিনেমায় অনেক সুন্দর সংলাপ আছে। যেগুলো আপনাদের মনে দাগ কাটবে। আমার বিশ্বাস এটি আরেকটি ‘পোড়ামন’ হবে।”‘যাও পাখি বলো তারে’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম। দেশজুড়ে এটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!