নির্বাচনসংক্রান্ত ব্যয় মেটানোর সুবিধার্থে সীমিত জনবল নিয়ে শুক্রবার (৫ জানুয়ারি) ও শনিবার (৬ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রামসহ মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলায় শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক(বিবি)।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন একটি নির্দেশনা জারি করে এবং তা সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এর আগে বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) শুক্রবার ও শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক আজ সার্কুলার জারি করেছে।
এছাড়া যেসব কর্মকর্তা-কর্মচারীকে নির্বাচনী দায়িত্ব দেয়া হয়েছে, তাদের অফিস ডিউটি থেকে মুক্ত রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ
২০২৪ সালে ৪০ কোটি টাকার বীমাদাবি প্রদান করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স