অনলাইন ডেস্ক :
বাংলাদেশের শুটারদের জন্য ভালো খবর, শুটিংয়ের অনুশীলনের জন্য ৪০ লাখ গুলি আমদানি করা হয়েছে। জার্মানি থেকে আনা এই গুলি সবচেয়ে উন্নত ব্র্যান্ডের বলে শুটিং ফেডারেশনের দাবি। আরডব্লিউএস ব্র্যান্ডের গুলি বিশ্বমানের এবং সবচেয়ে ভালো বলে জানিয়েছেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ওয়ায়েজের। তিনি জানিয়েছেন এখানে দুই ধরনের গুলি আমদানি করা হয়েছে। প্র্যাকটিস গুলি এবং ম্যাচের গুলি।’
তিনি বলেন, ‘অনেক দেশে প্র্যাকটিস গুলি দিয়ে ম্যাচ খেলে। আমরা এবার ভালো মানের গুলি আনতে পারায় আমাদের শুটারদের অনুশীলনও ভালো হবে। এয়ার রাইফেল এবং এয়ার পিস্তল ইভেন্টের জন্য গুলি ব্যবহার হবে। অনেক দিন ধরেই শুটাররা গুলির সংকটে ভুগছিল। গুলিসংকট হলে অনুশীলনও ভালো হয় না। এবার পর্যাপ্ত পরিমাণে গুলি আসায় অনুশীলনও ভালো হবে। আগামী দুই বছর গুলির সংকট থাকবে না বলে ধারণা করছেন মোস্তাক। কারণ এখান থেকে বিভিন্ন ক্লাব আছে, সার্ভিসেস দল আছে। মোস্তাক জানিয়েছেন এটা নির্ভর করবে তাদের চাহিদার ওপর।’
আরও পড়ুন
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে
টি-টুয়েন্টি খেলোয়াড় খোঁজার টুর্নামেন্টে কাকে পেল বাংলাদেশ