অনলাইন ডেস্ক :
অনেকদিন ধরেই চিত্রনায়িকা ববির নতুন সিনেমার খবর পাওয়া যাচ্ছিলো না। এরপরই ‘ময়ূরাক্ষী’ সিনেমার সঙ্গে যুক্ত হন। এ সিনেমার মধ্য দিয়ে ২ বছর পর শুটিংয়ে ফিরলেন এ নায়িকা। বর্তমানে এফডিসিতে চলছে এর শুটিং, এখানে ববির বিপরীতে রয়েছেন সুদীপ কুমার দ্বীপ। ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। ববি বলেন, ‘দুই বছরেরও বেশি সময় কোনো সিনেমার শুটিং করিনি। এছাড়াও আমি নিজেও করোনায় আক্রান্ত ছিলাম। ভালো লাগছে দুই বছর পর আবারও আমি আমার প্রিয় আঙিনা এফডিসিতে শুটিং শুরু করতে পেরেছি। এই দুই বছরে মধ্যে অবশ্য বিজ্ঞাপনের শুটিংয়ে কাজ করেছি।’ সিনেমাটি সম্পর্কে তিনি বলেন, ‘ময়ূরাক্ষী সিনেমায় আমি নায়িকা ক্যারেক্টার করছি। তার নাম থাকে তাঁরা। গল্পটা বলতে চাইছি না। দর্শক হলে গিয়ে দেখলে বুঝতে পারবে কত সুন্দর একটা সিনেমা কাজ করেছি।’ মঙ্গলবার থেকে সিনেমাটির শুটিং হয়েছে এফডিসি ও হাতিরঝিলে। পুরো মাস ধরেই রাজধানী ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এর শুটিং চলবে। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী।
আরও পড়ুন
নব্বই দশকের গানের গল্প নিয়ে ‘নাইনটিজ মিউজিক স্টোরি’
ফরিদা পারভীন আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
সংসার ভাঙল মোনালি ঠাকুরের