January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 18th, 2021, 7:23 pm

শুটিংয়ে ফিরলেন শিল্পা

অনলাইন ডেস্ক :

তিন সপ্তাহ পরে শুটিংয়ে ফিরলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এরইমধ্যে শুটিং শুরু করেছেন তিনি। রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’-র আগামী পর্বে তাকে বিচারকের আসনে দেখা যাবে। এই শোর তারকা বিচারক শিল্পা শেঠি। অপর দুই বিচারক হলেন নির্মাতা অনুরাগ বসু ও কোরিওগ্রাফার গীতা কাপুর। এই শো-র শুরু থেকেই শিল্পা কাজ করছেন। চার মৌসুমেই বিচারকের দায়িত্ব পালন করেছেন। এই মৌসুমের একটি পর্বে সবশেষ তাকে তারকা শিল্পী বাদশাহর সঙ্গে নাচতে দেখা যায়। শিল্পার অনুপস্থিতিতে এই তিন সপ্তাহে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর, রিতেশ দেশমুখ- জেনেলিয়া ডিসুজা দম্পতি, সোনালি বেন্দ্রে ও মৌসুমী চ্যাটার্জি। অন্যদিকে, ১৯ জুলাই রাতে মুম্বই পুলিশ শিল্পার স্বামী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ, পর্নো বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। তিনি এখন কারাগারে রয়েছেন।