অনলাইন ডেস্ক :
আহত হয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। রোহিত শেঠি পরিচালিত ‘সিংহম এগেইন’ সিনেমার শুটিং সেটে চোখে আঘাত পান এই অভিনেতা। গত ৩০ নভেম্বর মুম্বাইয়ের ভিলে পার্লেতে অবস্থিত গোল্ডেন টোবাকো ফ্যাক্টোরিতে শুটিং চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। শুটিং সেটের এক সদস্য মিড-ডেকে বলেন, ‘রোহিত শেঠি একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। কয়েকজন গুন্ডার সঙ্গে অজয় দেবগনের মারামারির দৃশ্য ছিল। কিন্তু ভুলবশত একটি আঘাত গিয়ে অজয়ের মুখে লাগে; এতে চোখে প্রভাব পড়ে। দ্রুত সেটে চিকিৎসক ডাকা হয়।’
অজয় আহত হওয়ার পর বিরতি নেন তিনি। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘এ লোকেশনে সেদিন শেষ দিন ছিল, পরের দিন ফিল্ম সিটিতে শুটিং হওয়ার কথা ছিল। এদিকে অজয় আহত হওয়ায় বিরতি নিতে হয়। যদিও সেদিন রাতে ওই দৃশ্যের শুটিং শেষ করেন অজয়।’ অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। এ ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে।
দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান অজয়। এবার নির্মিত হচ্ছে এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এ সিনেমায় ‘লেডি সিংহম’ রূপে পর্দায় হাজির হবেন দীপিকা পাড়ুকোন। অজয়-দীপিকা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করছেন— অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রণবীর সিং প্রমুখ। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব