January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 6th, 2022, 7:29 pm

শুভর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঐশী

অনলাইন ডেস্ক :

আরিফিন শুভর নায়িকা হয়ে ঢালিউডে অভিষেক হয়েছে জান্নাতুল ফেরদৌস ঐশীর। সিনেমাটির নাম ‘মিশন এক্সট্রিম’। পুলিশ অ্যাকশন ঘরানার এই ছবির দ্বিতীয় খ-েও থাকছেন শুভ-ঐশী জুটি; যেটার নাম ব্ল্যাক ওয়ার’। শুধু তাই নয়, ‘নূর’ নামের আরেকটি সিনেমায় যুগল রসায়নে মজেছেন তারা। বলাই বাহুল্য, কাজের সুবাদে তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। তবে সেটা শুধুই পেশাদার নাকি ব্যক্তিগত অনুভূতির ছোঁয়াও আছে, সে প্রশ্ন মাঝেমধ্যে দর্শকের মনে উঁকি দেয়। কদিন আগে শুভর সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেছিলেন ঐশী। সেই ছবি এবং ক্যাপশন দেখে অনেকে বলাবলি শুরু করেন, রিল লাইফের কেমিস্ট্রি তারা রিয়েল লাইফেও বয়ে এনেছেন! বিষয়টা কি আসলেই এমন? জানার জন্য ঐশীর সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যম। তিনি একপ্রকার হেসেই উড়িয়ে দিলেন। কারণ, আরিফিন শুভকে নিজের মেন্টর বা অভিভাবক হিসেবেই বিবেচনা করেন তিনি। ঐশী বললেন, ‘আমি যদি আমার প্রিয় কোনো মেয়ে মানুষকে নিয়ে ছবি দিতাম, তাহলে কিন্তু এই প্রশ্ন উঠত না। প্রিয় একজন পুরুষ মানুষকে নিয়ে দেওয়াতে কথাটা এসেছে। পুরুষ আর নারী মানেই প্রেমের সম্পর্ক না, ভালো সম্পর্ক হতেই পারে। তিনি আমার মেন্টরের মতো। এটা আমি সবসময়, সব জায়গায় বলি।’ ছবির ক্যাপশনে একটি ইংরেজি গানের লাইন উদ্ধৃত করেছিলেন ঐশী। এর পেছনে একটি মজার গল্প আছে। ঐশী জানালেন, ‘এটা যে একটা গান, অনেকে সেটাই জানে না। তাকে (শুভ) উদ্দেশ্য করে এটা আমি বানিয়ে লিখিনি। এই ক্যাপশনটা মূলত প্রিয় মানুষদের নিয়ে লেখা যায়। এখন তিনি (শুভ) কেন আমার প্রিয়? আমি অনেক সিনিয়রের সঙ্গে কাজ করেছি, জুনিয়রদের যদি একটা ভুল হয় কিংবা জুনিয়রের কারণে যদি একটা শট নষ্ট হয়, তাহলে তারা আরেকটা শট দিতে চায় না। কিন্তু শুভ ভাই একদম ব্যতিক্রম, এমনও হয়েছে আমি আট-দশবার এনজি (নো গুড) শট দিয়েছি, এরপরও তিনি ঠা-া মাথায় পুনরায় শট দিয়েছেন; এবং আমাকে সাহস-উৎসাহ দিয়েছেন। এরকম বিভিন্ন কারণে শুভ ভাইয়ের প্রতি আমার সম্মানটা অনেক বেশি।’ ঐশী জানালেন, ছবির সঙ্গে মিল রেখেই তিনি ক্যাপশন দেয়ার চেষ্টা করেন। এই ছবির ক্ষেত্রে তিনি আপেল নিয়ে ভেবেছেন! তার ভাষ্য, ‘এই ছবিতে আমার হাতে একটি আপেল দেখা যাচ্ছে। আমি সবসময় ছবির সঙ্গে মিলিয়ে ক্যাপশন দেয়ার চেষ্টা করি। তো ভাবছিলাম, ওই আপেল নিয়ে কী ক্যাপশন দেওয়া যায়। পরে মনে হলো, এত ভাবছি কেন! এই গান তো আমার ফোনের রিংটোন, এটা থেকেই কয়েকটা লাইন দিয়ে দেই। এখন এটা নিয়ে যে মানুষ এত কিছু ভেবে ফেলবে, তা তো জানা ছিলো না। অবশ্য এতে আমার কিছু যায়-আসে না, কারণ এখানে সেরকম কিছুই নেই।’ প্রসঙ্গত, শুভ-ঐশী জুটির ‘ব্ল্যাক ওয়ার’ আসবে নতুন বছরের ৬ জানুয়ারি। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। অন্যদিকে ‘নূর’ পরিচালনা করেছেন রায়হান রাফী। এটি মাঝে একবার সেন্সর বোর্ডে জমা হয়েছিলো, তবে অসম্পূর্ণ থাকায় ছাড়পত্র মেলেনি। বেশ কিছুদিন আগে নির্মাতা রাফী জানান, শিগগিরই ছবিটি সংশোধন করে জমা দেবেন। এরপর অবশ্য এই ছবির আর কোনো আপডেট প্রকাশ্যে আসেনি।