January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 10th, 2024, 8:58 pm

শুভশ্রীর ১৩ বছরের অভিমান ভাঙল

অনলাইন ডেস্ক :

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভারতীয় প্রযোজনা সংস্থা এসভিএফের বহু সিনেমায় কাজ করেছে তিনি। তবে মাঝে ব্যক্তিগত সমস্যা ও সম্পর্কে উথালপাথালের কারণে এসভিএফের সঙ্গে কাজ করা বন্ধ করে দেন শুভশ্রী। এই বিষয়টা নিয়ে অবগত রয়েছেন টালি ইন্ডাস্ট্রির সকলেই। অবশেষে এসভিএফের সঙ্গে ১৩ বছরের সেই মান অভিমান মিটল শুভশ্রীর। অবশেষে মানা-অভিমান ভেঙে এই প্রযোজনা সংস্থা থেকে একসঙ্গে দুটি সিনেমার ঘোষণা দিলেন শুভশ্রী। প্রথম সিনেমাটির নির্মাতা অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী।

এই সিনেমায় শুভশ্রী ছাড়া আরও অভিনয় করবেন— অনসূয়া মজুমদার, মিঠুন চক্রবর্তী থেকে শুরু সোহিনী সেনগুপ্তরা। অন্যদিকে দ্বিতীয় সিনেমাটি পরিচালনা করবেন দেবালয় ভট্টাচার্য। এই নির্মাতার ‘ইন্দুবালা ভাতের হোটেল’র মাধ্যমেই ওটিটি দুনিয়ায় পা রেখেছিলেন শুভশ্রী। তাদের সম্পর্কের শীতলতা মিটেছে আগেই। এখন এটাই দেখার পালা, আগামী দিনে নতুন সিনেমাগুলো কতটা সফলতা বয়ে আনে বক্সঅফিসে। প্রসঙ্গত, গেল বছর নভেম্বরে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শুভশ্রী। বর্তমানে রাজের পরিচালনায় ‘বাবলি’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। একই সঙ্গে সামলাচ্ছেন সংসার ও কাজ। সূত্র : জুম বাংলা