অনলাইন ডেস্ক :
বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে আর্মি গলফ ক্লাবের পৃষ্ঠপোষকতায় জুনিয়র গলফ টুর্নামেন্ট ‘ফালদো সিরিজ এশিয়া বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ ২০২২ মঙ্গলবার (১লা নভেম্বর) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে এই টুর্নামেন্ট ৭ম বারের মতো হচ্ছে। ২০২৩ এর মার্চে ভিয়েতনামের Laguna Lang Co Golf Club-এ অনুষ্ঠিতব্য ‘ফালদো সিরিজ এশিয়া গ্রাও ফাইনাল’ এ অংশগ্রহণের জন্য যোগ্য জুনিয়র গলফার নির্বাচনের জন্যই এই প্রতিযোগিতা। মঙ্গলবার (১লা নভেম্বর) বিকালে এই টুর্নামেন্টর উদ্বোধন করেন জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ গলফ ফেডারেশন মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, ডাইরেক্টর টুর্নামেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), যুগ্মসচিব কর্নেল মোঃ শহিদুল হক (অবঃ) এবং বাংলাদেশ গলফ ফেডারেশন ও কুর্মিটোলা গলফ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গলফের অন্যতম সর্বোচ্চ সংস্থা Royal & Ancient (R&A) ASIAN Tour এর সহযোগিতায় ফাল সিরিজ বর্তমানে জুনিয়রদের জন্য সবচেয়ে বড় ট্যুর হিসাবে পৃথিবীর প্রায় ৪০টি দেশে অনুষ্ঠিত হয়। এশিয়ার বিভিন্ন দেশের সেরা জুনিয়র গলফারদের নিয়ে ভিয়েতনামে ২০২৩ এর মার্চ মাসে গ্রান্ড ফাইনাল হবে। ওই গ্রান্ড ফাইনালে অংশগ্রহণের জন্য আমাদের সেরাদের বাছাইয়ের জন্য বাংলাদেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ গলফ ফেডারেশনের সঙ্গে অধিভুক্ত ১৪টি ক্লাবের মধ্য থেকে ১০টি ক্লাব, বাংলাদেশ গলফ একাডেমি এবং বাংলাদেশ সেনাবাহিনীর মোট ৭৫ জন গলফার (ছেলে/মেয়ে) বিভিন্ন বয়সভিত্তিক দলে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। বাংলাদেশের গলফ ইতিহাসে বিশেষ করে জুনিয়র গলফারদের উন্নয়নে অন্যতম মাইলফলক ইভেন্ট হিসেবে এই টুর্ণামেন্ট বিশেষ ভূমিকা পালন করে। আগামীকাল বৃহস্পতিবার এ প্রতিযোগিতার সমাপনী দিনে এ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট, জুনিয়র ডিভিশন গলফ, বাংলাদেশ গলফ ফেডারেশন, মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
আরও পড়ুন
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার