শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে মোবাইল ফোন ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বিকেল ৪টার দিকে হঠাৎ এই হামলা শুরু হলে বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, বিক্ষোভকারীরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। তিনি বলেন,
“ওরা হঠাৎ করে হামলা চালিয়েছে। ইটপাটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”
হামলার সময় বিটিআরসি ভবনের ভেতরে থাকা মসজিদের কাঁচ ভেঙে যায়। ওই সময় সেখানে কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “হঠাৎ করেই ভাঙচুর শুরু হয়। রাস্তার দিক থেকে কয়েকশ বিক্ষোভকারী ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ছে। এতে ভবনের বিভিন্ন অংশের কাঁচ ভেঙে গেছে। অফিস ছুটি হয়ে গেলেও আমরা কেউ নিরাপত্তার কারণে বের হতে পারছি না।”
এদিকে হামলার পর বিটিআরসি ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর