অনলাইন ডেস্ক :
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে মানবদেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করার দুমাস পর মার্কিন নাগরিক ডেভিট বেনেট মারা গেছেন। গত ৭ মার্চ তার মৃত্যু হয়েছে বলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড মেডিকেল সিস্টেম হাসপাতাল জানিয়ছে।
মেরিল্যান্ডের ড. বার্টলি গ্রিফিথ ও তার দল যুগান্তকারী এই অস্ত্রোপচারটি করেছিলেন।
বেনেটের মৃত্যুর পর এক বিবৃতিতে ড. বার্টলি বলেছেন, ‘আমরা বেনেটের মৃত্যুতে শোকাহত। তিনি একজন সাহসী এবং মহৎ রোগী হিসেবে প্রমাণিত হয়েছিলেন যিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন।’
অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন বিশেষজ্ঞরা মেরিল্যান্ডি চিকিৎসক দলের এই যুগান্তকারী অস্ত্রোপচারের প্রশংসা করেছেন।
এনওয়াইইউ ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের ট্রান্সপ্লান্ট সার্জন ডা. রবার্ট মন্টগোমারি বলেন, ‘এটি ছিল অজানা একটি প্রথম পদক্ষেপ। প্রচুর পরিমাণ তথ্য পরবর্তী পদক্ষেপগুলোতে অবদান রাখবে কারণ বিভিন্ন ট্রান্সপ্লান্ট কেন্দ্রের দলগুলো প্রথম ক্লিনিকাল ট্রায়ালের পরিকল্পনা করে৷
তিনি বলেন, ‘এটি অবিশ্বাস্য এক কীর্তি। এর মাধ্যমে বেনেটকে দুই মাস জীবিত রাখা হয়েছিল এবং সে তার পরিবারকে উপভোগ করতে সক্ষম হয়েছিল।’
এর আগে চলতি বছর ৭ জানুয়ারি মেরিল্যান্ড মেডিকেল সিস্টেম হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে বেনেটের দেহে একটি শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে