August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 6th, 2025, 4:22 pm

শেখ হাসিনাকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেননি: সালাম পিন্টু

টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, গেলো বছরের চার আগষ্ট জেল খানায় বসে জানতে পারি শত শত মানুষকে হত্যা করা হয়েছে। সবাই তখন কান্নায় ভেঙে পড়ি। সারারাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে থাকি। পরেরদিন বেলা ১১ টায় খবর আসে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জেলখানার সবাই তখন খুশিতে লাফিয়ে উঠি। আল্লাহ তাআলা শেখ হাসিনাকে এতোদিন সুযোগ দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেননি।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা অনেক পতন দেখেছি, তবে আওয়ামী লীগের মতো পতন দেখিনি। তারা মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, মানুষের পেটের ভাত কেরে নিয়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

পিন্টু বলেন, ছাত্রদল-যুবদলকে হতে হবে জনগণের সেবক। কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে, তাহলে দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না। দেশনেত্রী খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। দেশের মানুষ আর কোনো আয়না ঘরের নির্বাচন মেনে নেবে না।

উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে ইউনিয়ন ও পৌরসভা থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল সহকারে বাসস্ট্যান্ড চত্বরে এসে উপস্থিত হয়। পরে আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।