November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 26th, 2025, 5:32 pm

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির জবাব এখনও মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা

 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে পাঠানো চিঠির এখনও কোনো জবাব আসেনি। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, এই চিঠি নোট ভারবালের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এত তাড়াতাড়ি কোনো উত্তর আশা করা হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে পশ্চিমাদের কোনো চাপ পররাষ্ট্র মন্ত্রণালয় অনুভব করছে না। এছাড়া, নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে।

উল্লেখ্য, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। এরপরই ঢাকা থেকে দিল্লিতে কূটনৈতিক মাধ্যমে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ পাঠানো হয়।

এর আগে, গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের কাছে চিঠি পাঠিয়েছিল।

এনএনবাংলা/