দক্ষিণ এশিয়ায় শেখ হাসিনার আগেও দুই জন সাবেক রাষ্ট্রপ্রধান মৃত্যুদণ্ডের রায়ের মুখোমুখি হয়েছেন। দু’জনই পাকিস্তানের—জুলফিকার আলী ভুট্টো ও পারভেজ মোশাররফ। তাঁদের বিরুদ্ধে যথাক্রমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হত্যা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে এসব রায় ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে মধ্যপ্রাচ্যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি হলো ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি।
জুলফিকার আলী ভুট্টো: রাজনৈতিক হত্যার দায়ে কার্যকর হয় মৃত্যুদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো ১৯৭৭ সালে সেনাপ্রধান জিয়াউল হকের অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন। পরবর্তীতে এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হত্যার নেপথ্যে থাকার অভিযোগে ১৯৭৯ সালে সুপ্রিম কোর্ট তাঁকে মৃত্যুদণ্ড দেন।৪ এপ্রিল ১৯৭৯ রাওয়ালপিন্ডি কারাগারে ভুট্টোর ফাঁসি কার্যকর হয়।
জিয়াউল হক এরপর ১৯৮৮ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
ঘটনার বহু বছর পর, ২০২৩ সালের মার্চে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানায়—ভুট্টো আসলে ন্যায্য বিচার পাননি। তৎকালীন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা মন্তব্য করেন, ‘ন্যায্য বিচার ও যথাযথ প্রক্রিয়ার শর্তগুলো পূরণ করা হয়নি।’
পারভেজ মোশাররফ: রাষ্ট্রদ্রোহের ঘটনায় মৃত্যুদণ্ডের রায়, কার্যকর হয়নি

পাকিস্তানের আরেক সাবেক সামরিক শাসক ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে ২০১৯ সালের ডিসেম্বরে মৃত্যুদণ্ডের রায় আসে। ২০০৭ সালে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারির মাধ্যমে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে এই সাজা দেওয়া হয়।১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মোশাররফ ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। সংবিধান স্থগিতের পর দেশজুড়ে আন্দোলন শুরু হলে তিনি অভিশংসন এড়াতে পদত্যাগ করেন। পরে চিকিৎসার জন্য ২০১৬ সালে দুবাই যান এবং মৃত্যুদণ্ডের রায় ঘোষণার সময়ও সেখানেই অবস্থান করছিলেন। শেষ পর্যন্ত রায় কার্যকর না হয়েই ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিনি মারা যান।
সাদ্দাম হোসেন: মানবতাবিরোধী অপরাধে ফাঁসি

মধ্যপ্রাচ্যে সাবেক শাসকের মৃত্যুদণ্ড কার্যকরের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো সাদ্দাম হোসেনের ফাঁসি। মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর—ঈদুল আজহার সকালে—ইরাকের সাবেক এই প্রেসিডেন্টকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে: প্রসিকিউটর তামিম
ডেঙ্গুতে শিশুসহ ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ জন
পুলিশের সামনেই ছাত্রলীগ ও যুবলীগের মিছিল, এসআই ক্লোজড