পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা তো শেখ হাসিনাকে চেয়েছি। যেহেতু তিনি একজন কনভিক্টেড ব্যক্তি এবং সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি।”
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো তথ্য নেই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এয়ারক্রাফটে টেকনিক্যাল ত্রুটির কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রা একদিন দেরি হতে পারে।”
তিনি আরও জানান, “একদিনে বা সাতদিনে এমন ঘটনায় কোনো অগ্রগতি ঘটে না। আমরা অপেক্ষা করব এবং দেখতে চাই ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কী রিঅ্যাকশন পাওয়া যায়। এখন পর্যন্ত তাদের থেকে আমরা একটি রিঅ্যাকশন পেয়েছি যে তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে।”
এছাড়া, আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের নিয়ে যাওয়ার ঘটনায় তিনি বলেন, “আরাকান আর্মির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়, কারণ তারা কোনো স্টেট নয়। তবে এ ধরনের ঘটনা যাতে কমে বা না ঘটে, সেজন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
লিবিয়া থেকে অবৈধ পথে ইউরোপ যেতে চাওয়া ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন
হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখে মায়ের বাসায় জোবাইদা রহমান
রাজশাহীতে বিএনপির ৪ টি আসনে প্রার্থীর মনোনয়ন নিয়ে টানাপোড়েন