August 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 22nd, 2025, 7:05 pm

শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে: মির্জা ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ প্রমাণিত হয়েছে— শেখ হাসিনা এই বর্বর হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ী। তার বিচার অবশ্যই এই দেশের মাটিতেই হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পেতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার গুম কমিশনকে প্রকাশ্যে আনা ও পাবলিক শুনানি আয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের মা, ভাইবোনদের কান্না থামাতে তারা ব্যর্থ হয়েছে। এ বিষয়ে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে আছি। আমাদের নেতারা বছরের পর বছর মিথ্যা মামলায় কারাগারে থেকেছেন। তারেক রহমানকে বাধ্য করা হয়েছিল নির্বাসনে যেতে। নেতৃত্বের পর্যায়ে এমন কেউ নেই, যার নামে শত শত মামলা বা হয়রানির শিকার হয়নি। তাই এটা ভাবা ভুল হবে যে, বিএনপি ক্ষমতায় এলে এসব এড়িয়ে যাবে। বিএনপি নির্বাচনের মাধ্যমে এসব বিচার শেষ পর্যন্ত নিয়ে যেতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের অন্যতম দাবি ছিল— গুম ও হত্যার বিচার। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, গুম হওয়া শিশুদের পাশে সবসময় থাকব এবং যতদিন পর্যন্ত ন্যায়বিচার না হবে, ততদিন লড়াই চালিয়ে যাব। গুমের শিকার প্রত্যেকের সম্পূর্ণ তথ্য সরকারকে প্রকাশ করতে হবে।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনারা নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না—এর নজির নেই। আপনারা ইতোমধ্যেই প্রমাণ করেছেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে সরানো সম্ভব। আমরা বিশ্বাস করি, যারা পিতা, ভাই বা সন্তান হারিয়েছেন, তারা অবশ্যই ন্যায়বিচার দেখে যেতে পারবেন।

এনএনবাংলা/