October 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 3:53 pm

শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন : রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,

“আমি মনে করি, শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সঠিক নয়। প্রসিকিউশন সাক্ষ্যপ্রমাণে এসব অভিযোগ প্রমাণ করতেও ব্যর্থ হয়েছে। তাই আমার বিশ্বাস, শেখ হাসিনা ও কামাল দুজনই খালাস পাবেন।”

সেদিন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আমির হোসেন।

আসামিদের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নে আইনজীবী বলেন,

“না, শেখ হাসিনা বা কামালের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আইন অনুযায়ী যোগাযোগের সুযোগও নেই। তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে বা ধরা পড়লে তখনই কেবল যোগাযোগ করা সম্ভব। আজ সব যুক্তি তুলে ধরি নাই, পরদিন বিস্তারিতভাবে উপস্থাপন করব।”

এর আগে গত ১৬ অক্টোবর টানা পাঁচ দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রসিকিউশন শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করে। ওইদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে সিদ্ধান্ত আদালতের ওপর ছেড়ে দেন।

টানা পাঁচ দিনের যুক্তিতর্কে প্রসিকিউশন একাত্তর-পরবর্তী আওয়ামী লীগের ইতিহাস, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারের শাসনকাল, এবং সেই সময়ে সংঘটিত গুম-খুন ও হত্যার ঘটনাবলি আদালতে তুলে ধরে। বিভিন্ন তথ্য-উপাত্তও উপস্থাপন করা হয়।

প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আসামিপক্ষকে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ দেয়। সে অনুযায়ী আমির হোসেন এক সপ্তাহ সময় চাইলেও আদালত তাকে তিন দিন সময় দেন। এর ধারাবাহিকতায় সোমবার তিনি শেখ হাসিনা ও কামালের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এনএনবাংলা/