জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দেওয়া রায়ের ঘোষণা আগামীকাল সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে। একই সঙ্গে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় রায় দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।
রবিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ‘আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার যে অংশটুকু রায় হিসেবে পড়বেন, সেটিই লাইভ সম্প্রচার করা হবে। বিটিভির পাশাপাশি অন্যান্য বেসরকারি চ্যানেলও এটি প্রচার করতে পারবে।’
সূত্র জানায়, বহুল আলোচিত এই মামলার রায় শোনার অপেক্ষায় রয়েছে পুরো দেশ, এমনকি বিশ্বের বিভিন্ন দেশেরও দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বিচারকাজকে একটি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতেই সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় রায় দেখানোর আয়োজন করবে সংস্কৃতি মন্ত্রণালয়, যাতে সাধারণ মানুষ সহজেই বিচারপ্রক্রিয়া অনুসরণ করতে পারেন।
গত বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ রায়ের দিন নির্ধারণ করে। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলায় মোট ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। চলতি বছরের ৩ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে—উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো।
মামলার আনুষ্ঠানিক অভিযোগের প্রতিবেদন মোট ৮,৭৪৭ পৃষ্ঠা নিয়ে তৈরি; যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণ ৪,০০৫ পৃষ্ঠা, আর শহীদদের তালিকা ২,৭২৪ পৃষ্ঠা। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদনটি চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
জুলাই শহীদদের পরিচয় শনাক্তে বিদেশি ফরেনসিক টিম আসছে
৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নর
ভোটের নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন: সিইসি