October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 16th, 2025, 4:55 pm

শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর

 

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, একটি হত্যার ঘটনায় একবার মৃত্যুদণ্ড হওয়া যথেষ্ট হলেও, শেখ হাসিনার ক্ষেত্রে ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত বলে যুক্তি দেওয়া হয়েছে। তবে এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি বলেন, অন্তত একবারও যদি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, তা হবে অবিচার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যুক্তিতর্কের পর এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, হেলিকপ্টার ব্যবহার করে গুলি বর্ষণ এবং বোমাবর্ষণের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পাশাপাশি, হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দেওয়ার বিষয়টিও আদালতে তুলে ধরা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা এখনও আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন।

তিনি জানান, পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে উপস্থিত থাকায়, তাঁর বিষয়ে ট্রাইব্যুনালই সিদ্ধান্ত নেবে।

এর আগে যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। পাশাপাশি, আসামিদের সম্পদ বিক্রি করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও করা হয়েছে।

আগামী সোমবার (২০ অক্টোবর) আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তি খণ্ডন করবেন। এরপর রাষ্ট্রপক্ষ পুনরায় যুক্তি উপস্থাপন করবেন। সবশেষে মামলাটি রায় ঘোষণার দিকে এগোবে।

এনএনবাংলা/