July 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 7th, 2025, 3:59 pm

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

শেখ হাসিনা/ ফাইল ফটো

 

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১০ জুলাই আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

সোমবার (৭ জুলাই) মামলাটিতে অভিযোগ গঠনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন নির্ধারণ করেন।

এদিন পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কুতুব উদ্দিন আহমেদ শুনানি করেন। এছাড়া, মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, গত ১ জুলাই শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। তারও আগে, ১২ মে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করে তদন্ত সংস্থা। ১ জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলন দমনকালে ১ হাজার ৪০০ জনকে হত্যায় উসকানি, নির্দেশ প্রদান, যৌথ অপরাধমূলক উদ্যোগ (জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ) এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায়বদ্ধতার (সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি) অভিযোগ আনা হয়েছে।

এনএনবাংলা/আরএম