Wednesday, September 17th, 2025, 8:00 pm

শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি জানান, যাদের এনআইডি (জাতীয় পরিচয়পত্র) লক করা আছে, তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না।

গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের মোট ১০ জনের এনআইডি লক করা হয়। এদের মধ্যে রয়েছেন— শেখ রেহানা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

ইসি সচিব আরও বলেন, এই নির্বাচনে দেশ ও বিদেশ উভয় স্থান থেকেই ভোট দেওয়ার সুযোগ থাকবে। যারা প্রবাসে আছেন, তাদের অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য একটি বিশেষ সিস্টেম তৈরি করা হচ্ছে।

শেখ হাসিনা ভোট দিতে পারবেন কি না— এমন প্রশ্নে আখতার আহমেদ স্পষ্ট করে বলেন, “তার তো এনআইডি লক করা আছে। যাদের এনআইডি লক থাকবে তারা ভোট দিতে পারবেন না। মামলার কারণে বা অন্য কোনো কারণে বিদেশে অবস্থান করলেও ভোট দেওয়ায় কোনো সমস্যা নেই, তবে শর্ত হলো এনআইডি আনলক থাকতে হবে।”

তিনি আরও জানান, প্রবাসে বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধনের সময় এনআইডি নম্বর বাধ্যতামূলক হবে, পাসপোর্ট নয়। তাই এনআইডি লক থাকা অবস্থায় কেউ অনলাইনে নিবন্ধন করতে পারবেন না। ফলে তাদের ভোট দেওয়ার সুযোগও থাকবে না।

এনএনবাংলা/