বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চালাচ্ছেন। তিনি বলেন, এর মাধ্যমে তারা গোপনে দেশে ফেরার চেষ্টা করছে, তবে তাদের এই পরিকল্পনা সফল হবে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, দেশ যদি নির্বাচনের পথে এগোয়, তাহলে সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং দেশের পরিস্থিতিও স্বাভাবিক হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার পুনরায় ফিরে পাবে।
তিনি আরও বলেন, “দেশে সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগের এমন করুণ অবস্থা হতো না।” বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় চাহিদা একটি গ্রহণযোগ্য নির্বাচন। তিনি বলেন, এই নির্বাচনের প্রত্যাশায় গত ১৬-১৭ বছরে অনেক তরুণের প্রাণ হারিয়েছে, লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাসিত জীবনযাপন করছে।
দুদু অভিযোগ করেন, শেখ হাসিনা গত ১৬ বছর ধরে জোরপূর্বক ক্ষমতা ধরে রেখেছেন। সেই সময় বিরোধী দলের কথা শুনলে তাকে লজ্জাজনকভাবে পালাতে হতো না। এছাড়া তিনি বলেন, দেশে ব্যাংকে কোনো অর্থ নেই, সব টাকা শেখ হাসিনার ঘনিষ্ঠদের মাধ্যমে পাচার করা হয়েছে।
সমাবেশে হুঁশিয়ারি দিয়ে দুদু বলেন, “যদি তারা আবার কোনো ষড়যন্ত্র করে বা নির্বাচনের প্রতি বাধা সৃষ্টি করে, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র সহ্য করবে না। তারা সম্মিলিতভাবে পুনরায় প্রতিহত করবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল
ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী আনসার সদস্যসহ ১৩ জন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ