January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 18th, 2022, 8:12 pm

শেখ হাসিনা স্টেডিয়ামের ডিজাইনে খুশি বিসিবি

অনলাইন ডেস্ক :

পূর্বাচলে ‘দ্য বোট’ খ্যাত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু করার চেষ্টা করছে বিসিবি। ৩৮ একর জমিতে নির্মিতব্য স্টেডিয়ামের ডিজাইনের জন্য পরামর্শক কোম্পানি নিয়োগের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে। গত রোববার পরামর্শক চূড়ান্ত করতেই পঞ্চম বোর্ড সভা হয়েছে বিসিবির পরিচালকদের। আন্তর্জাতিক টেন্ডারে অংশ নেওয়া দুটি কোম্পানি বোর্ড সভায় প্রেজেন্টশন দিয়েছে। সেখান থেকে দুটি কোম্পানির প্রেজেন্টশন মনে ধরেছে বিসিবির। তাদেরকে আর্থিক প্রস্তাবনা দিতে বলা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে যেটি উপস্হাপন করবে দুটি কোম্পানি। তারপরই চূড়ান্ত হবে স্টেডিয়ামের পরামর্শক কোম্পানি। বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘দুটি কোম্পানিকে নির্বাচিত করে পাঠিয়েছে। ঐ দুটি প্রেজেন্টেশন দেখে মনে হয়েছে ভালো। ওরা নামকরা। পৃথিবীর নাম করা স্টেডিয়াম থেকে শুরু করে সবখানেই কাজ করেছে। এমসিজি, ওভাল; ওদের দুটি প্রজেন্টেশন দেখেই আমরা খুশি।’ আর্থিক প্রস্তাবনা দেখার পরই একটি কোম্পানিকে পরামর্শক হিসেবে কাজ দেওয়া হবে। বিসিবি সভাপতি বলেছেন, ‘ভেবেছিলাম আজকেই ফিন্যান্সিয়ালটাও করে ফেলতে। কিন্তু মিনিমাম সাত দিনের একটা নোটিশ পিরিয়ড দিতে হয়। আজকে থেকে সাত দিন পর আমাদের জানালে আমরা বিষয়টি দেখব।’