January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 10th, 2023, 6:19 pm

শেরপুরের ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। সোমবার (১০এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলার হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আইন শৃঙ্খলা সভায় উপজেলার গারো পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বাজারের যানজট, জুয়া, মাদক, বিদ্যুৎ, আসন্ন এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভূইয়া, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ আকন্দসহ প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ^জিৎ রায়, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেনসহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।