January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 22nd, 2022, 5:10 pm

শেরপুরের ঝিনাইগাতীতে পুষ্টি সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে পুষ্টি সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে, বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স বিংস প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন ঝিনাইগাতীর সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে ওই সভার আয়োজন করা হয়। এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা আশরাফুল কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব শাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা ফায়েজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা মনি, মৎস্য কর্মকর্তা দিলরুবা লাখি, ইউপি চেয়ারম্যান মোজ্জাম্মেল হক, উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিসিম, প্রজেক্ট অফিসার জেমস উজ্জল শিকদার প্রমুখ। উক্ত সভায় সাংবাদিক, সরকারী কর্মকর্তাসহ পুষ্টি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।