জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুর জেলার ঝিনাইগাতীতে অসহায় সম্বলহীন পরিবারদের মাঝে এককালীন অনুদান বিতরন করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) আহম্মদ নগর গ্রামে ওই এককালীন অনুদান নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুদান বিতরণ কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও এসডিএফের চেয়ারপার্সন আব্দুস সামাদ, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসাইন ও ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী-টিটু। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, ক্লাস্টার অফিসার হারাধন মহন্ত, জেলা কর্মকর্তা স্বাস্থ্য ও পুষ্টি ডাঃ মেজবাউল সহ সংস্থার গ্রাম সমিতির সদস্যরা। পরে উপজেলার ৬টি গ্রামে সহায় সম্বলহীনদের ২৪৫জন পুরুষ/মহিলার মাঝে নগদ ৯ হাজার টাকা করে মোট ২২লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২