জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০০মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। রবিবার (১৬ই জুলাই) বিকেলে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার কাছিমমারা ও ধলী বিল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল কবীর মোবাইল কোর্ট পরিচালনা করে ওইসব জাল আটক করেন। পরে আগুন জ্বালিয়ে জালগুলো ধ্বংস করা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ধ্বংসকৃত এ জালের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন চায়না দুয়ারী জাল দেশীয় প্রজাতির মাছের নিরাপদ বংশ বিস্তার ও বেড়ে উঠা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আইনগতভাবে এটা নিষিদ্ধ হওয়ায় সবাইকে মাছ ধরতে এই জাল ব্যবহার না করার অনুরোধ জানান।
তিনি আরও জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী, গোলাপ হোসেন, আনিসুর রহমান, শাহজাহান, জয়সহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২