জেলা প্রতিনিধি, শেরপুর : শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতীতে থানা পুলিশের অভিযানে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ১০ মে শনিবার ভোর আনুমানিক ৫ টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরা কারবারিরা সটকে পড়ে এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।
থানা পুলিশসূত্রে জানা যায় ,শনিবার ভোরে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মাদক সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকার গভীর জঙ্গল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো.আল-আমীনের নেতৃত্বে এসআই হাসেম,হারুন, শফিউল্লাহ ও জামালসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় ১৩৮৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ মাদক উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা ।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দর হস্তান্তরের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার মানবন্ধন
বিচার চাইতে গিয়ে চাঁদাবাজির মামলার আসামী হলেন বিএনপি নেতা: স্বাক্ষী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক
সখীপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু