August 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 6:01 pm

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা : ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, শেরপুর:

শেরপুরের শ্রীবরদী উপজেলায়  অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে খলিলুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শ্রীবরদী উপজেলার খোশালপুর কানিপাড়া গ্রামে ৮ আগষ্ট শুক্রবার  বিকালে এ ঘটনা ঘটে এবং এবিষয়ে  একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিযুক্ত খলিলুর রহমান (৭০) খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে এবং তার স্ত্রীর নাম খোরশেদা বেগমক (৬৫) ৷

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খলিলুর রহমান তার স্ত্রী খোরশেদা বেগমকে ঘর থেকে টেনে হিচড়ে  উঠানে নিয়ে যাচ্ছে । এর আগে ঘরের সামনে উঠানে কোদাল দিয়ে একটি গর্ত করেন খলিলুর। পরে সেই গর্তের ভেতর তাকে রেখে তার ওপর মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন তিনি।

স্থানীয়সূত্রে জানা যায়,  প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী খোরশেদা বেগম। অনেক সেবা ও চিকিৎসা করার পরেও তিনি  সুস্থ হননি। বর্তমানে খলিলুর রহমান খোরশেদা বেগমের ভালো  চিকিৎসার ব্যবস্থা করছেন না। দীর্ঘদিন স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে অতিষ্ঠ হন স্বামী খলিলুর রহমান। স্ত্রীর চিকিৎসা, ওষুধ, সেবা করতে গিয়ে  অসহ্য হয়ে রাগে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ভিডিও দেখেই  তার বাড়িতে পুলিশ পাঠানো হয় । পুলিশের উপস্থিতি টের পেয়ে খলিলুর রহমান পালিয়ে যায় । এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ  করেনি।

 

প্রেরক : মোহাম্মদ রফিকুল ইসলাম

শেরপুর প্রতিনিধি