শেরপুরে ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্ত থেকে একটি মৃত বন্যহাতির উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে সীমান্তের আঠারোঝোরা এলাকা থেকে হাতিটি উদ্ধার করে বন বিভাগ।
বনবিভাগের ঝিনাইগাতীর গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, উদ্ধার করা হাতিটি মাদি হাতি। বয়স আনুমানিক ১১ বছর হবে। হালচাটি গ্রাম থেকে দুই কিলোমিটার পশ্চিমে ভারত সীমান্ত সংলগ্ন আঠেরোঝোরা এলাকায় মৃত বন্যহাতিটি পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা জানালে সেটি উদ্ধার করা হয়।
তিনি জানান, হাতিটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত বন্যহাতিটিকে মাটিচাপা দেয়া হবে।
এ নিয়ে গত চার মাসের ব্যবধানে শেরপুর সীমান্তে তিনটি মৃত বন্যহাতির উদ্ধারের ঘটনা ঘটল। এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী সীমান্তের মালাকোচা এলাকায় এবং ১৯ নভেম্বর নালিতাবাড়ী সীমান্তের পানিহাতা এলাকার মায়াঘাসি গ্রাম থেকে দুটি মৃত বন্যহাতি উদ্ধার হয়েছিল।
—ইউএনবি
আরও পড়ুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব